যাবে কি আমার সাথে Jabe Ki Amar Sathe Lyrics Rishi Panda Song
Jabe Ki Amar Sathe Lyrics by Rishi Panda :
Jabe Ki Amar Sathe
Song Is Sung by Rishi Panda. Music
Composed by And Song Lyrics In Bengali Written by Rishi Panda.
Song : Jabe Ki Amar
Sathe
Vocal, Music & Lyrics : Rishi Panda
Illustration & Animation : Rishi Panda
Jabe Ki Amar Sathe Song Lyrics
Jabe ki amar sathe
Jekhane poth pore eka
Dupurer rodey chena golpo gulote
Jurto aar ekkhani pata
Jabe ki amar sathe
Hoto se purono kotha
Hariye jaowa je, se pakhir awaje
Ure jeto haate dhora chata
Tomay nilo je haowa
Haray tomar mukh
Sobi theke gelo je gopone
Holo na sheshbar sathe jaowa
Dhore e barano haat
Kotha chilo harabo dujone
যাবে কি আমার সাথে
লিরিক্স
যাবে কি আমার সাথে?
যেখানে
পথ পড়ে একা,
দুপুরের
রোদে চেনা গল্প গুলোতে
জুড়তো
আর একখানি পাতা।
যাবে কি আমার সাথে?
হতো সে পুরনো কথা,
হারিয়ে
যাওয়া যে
সে পাখির আওয়াজে,
উড়ে যেত হাতে ধরা
ছাতা।
তোমায়
নিলো যে হাওয়া
হারায়
তোমার মুখ,
সবই থেকে গেল যে
গোপনে
হল না শেষবার সাথে
যাওয়া,
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাবো দু'জনে।
বলছি কত কী তোমায়
ইশারায়
বুঝেছিলে
কি আমার ইচ্ছেটাই,
দূর দেশে যাওয়ার
তোমায়
পাশে পাওয়ার।
হবো কি আবার একসাথে?
আবার হবে কি দেখা?
আঁকড়ে
ধরে রেখেও আজ একে
একে
ধুয়ে
যায় যা কিছু ছিল
লেখা।
যাবে কি আমার সাথে?
যেখানে
পথ পড়ে একা,
বিকেলের
রোদে চেনা গল্প গুলোতে
জুড়তো
আরেকখানি পাতা।
তোমায়
নিলো যে হাওয়া
হারায়
তোমার মুখ,
সবই থেকে গেলো যে
গোপনে
হলো না শেষবার সাথে
যাওয়া,
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাব দু'জনে।
Labels: bangla, Rishi Panda
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home