কেমন বাঁধায় বাঁধলি Kemon Badhay Bandhli Lyrics Abir Biswas
Kemon Badhay Bandhli Lyrics by Abir Biswas :
Kemon Badhay Bandhli
Song Is Sung by Abir Biswas.
Starring: Abir And Rajnandini Pramanick. Song Lyrics In Bengali Written by
Sourav Goswami. Song Programming, Mix ANd Master by Abir Biswas.
Song : Kemon Badhai
Bandhli
Singer & Composer :Abir
Biswas
Lyricist : Sourav Goswami
Voice Over : Neel Chakraborty
D.O.P : Akash Bagchi
Story & Concept : Abir-Sourav
Produced by : Prabir Jana
Label : KMJ Music Series
Kemon Badhay Bandhli Song Lyrics
Kemon badhay badhlre tui
amar sathe ghor
Se ghor abar bhenge diye
korli amay por
Nijer haate sajiye chili amar sohor
Keno chole geli diye smritir kobor
Diner seshe nibhiye aalo
raatri jokhon ashe
Kosto chara e duniyay
ke ba thake pashe
Moner kone jotno kore
rekhechilam toke
Tobu keno eka fele geli niruddeshe
কেমন বাঁধায় বাঁধলি লিরিক্স
কেমন বাঁধায় বাঁধলিরে তুই
আমার সাথে ঘর,
সে ঘর আবার ভেঙে
দিয়ে
করলি আমায় পর।
নিজের
হাতে সাজিয়ে ছিলি
আমার শহর,
কেন চলে গেলি দিয়ে
স্মৃতির
কবর।
দিনের
শেষে নিভিয়ে আলো
রাত্রি
যখন আসে,
কষ্ট ছাড়া এ দুনিয়ায়
কেবা থাকে পাশে।
মনের কোণে যত্ন করে
রেখেছিলাম
তোকে,
তবু কেন একা ফেলে
গেলি নিরুদ্দেশে?
কেমন বাঁধায় বাঁধলিরে তুই
আমার সাথে ঘর,
সে ঘর আবার ভেঙে
দিয়ে
করলি আমায় পর।
নিজের
হাতে সাজিয়ে ছিলি
আমার শহর,
কেন চলে গেলি দিয়ে
স্মৃতির
কবর।।
যত্ন করে রেখেছিলি
বলেছিলি
ভালোবাসি,
কষ্ট থাকুক আমার বুকে
তোর মুখেতে থাকুক হাসি,
হা..হা..
যত্ন করে রেখেছিলি
বলেছিলি
ভালোবাসি,
কষ্ট থাকুক আমার বুকে
তোর মুখেতে থাকুক হাসি।
বুকের
ভেতর গুমরে মরে
তোর দেওয়া সুখের স্মৃতি
আজও আমার মনটা যে
চায়
তোর কাছে তাই ফিরে
আসি।
হো.. হাসির কারণ ছিলিরে
তুই
আমার এ জীবনে,
বলতে গেলেও আজও শুধু
তোকে পড়ে মনে।
দু'চোখ দিয়ে জল
নেমে যায়
তোরই কথা ভেবে,
তুই ছাড়া কে আপন
করে
কাছে টেনে নেবে।
কেমন বাঁধায় বাঁধলিরে তুই
আমার সাথে ঘর,
সে ঘর আবার ভেঙে
দিয়ে
করলি আমায় পর।
নিজের
হাতে সাজিয়ে ছিলি
আমার শহর,
কেন চলে গেলি দিয়ে
স্মৃতির
কবর।
দিনের
শেষে নিভিয়ে আলো
রাত্রি
যখন আসে,
কষ্ট ছাড়া এ দুনিয়ায়
কেবা থাকে পাশে।
মনের কোণে যত্ন করে
রেখেছিলাম
তোকে,
তবু কেন একা ফেলে
গেলি নিরুদ্দেশে?
Labels: Abir Biswas, bangla
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home