মাখি রোদ্দুর Makhi Roddur Lyrics Subhamita Banerjee
Makhi Roddur Lyrics by Subhamita Banerjee :
Makhi Roddur Song
Is Sung by Subhamita Banerjee
Bengali Song. Music Composed by And Song Lyrics In Bengali Written by Ayan
Kumar Nath. Song Recording Mixing And Mastering by Goutam Basu.
Song : Makhi Roddur
Vocal : Subhamita
Banerjee
Lyricist & Music Composer : Ayan Kumar Nath
Music Producer : Shamik Chakravarty
Dop : Subhadeep Bag
Edit : Hiranmay Biswas
Label : Asha Audio
Makhi Roddur Song Lyrics
Bhese jaay aaj sohagi chand
Ashmani boba megh
Tarakhose obokashe
Dana peyeche abeg
Kichu roddur kichu meghla
Kichu abcha mone hoy
Kichu hoyto bhul noyto
Tara gunchi oshomoy
মাখি রোদ্দুর লিরিক্স
ভেসে যায় আজ সোহাগী
চাঁদ
আশমানি
বোবা মেঘ,
তারাখসে
অবকাশে
ডানা পেয়েছে আবেগ,
কিছু রোদ্দুর, কিছু মেঘলা
কিছু আবছা মনে হয়,
কিছু হয়তো ভুল নয়তো
তারা গুনছি অসময়।
আমি টুপটাপ ঝরি চুপচাপ
মুড়ে শীতঘুম পাহারায়,
আকাশের
গায়ে খোলা জানলায়
মাখি রোদ্দুর অবেলায়।
কিছু ভুলচুক আঙুলের বুক
নেশা বইছে বাতাসে,
কিছু মিথ্যে তবু জিততে
শুধু তুই নেই আপোষে।
তোর রন্ধ্রে কেনা গন্ধে
আমি মুগ্ধ আজীবন,
তোর ওষ্ঠে বড় কষ্টে
ঝরে পড়ছি কিছুক্ষন।।
ধরেছি
গান খোলা ময়দান
কোষে লাগামে শহর,
আমি দূর্বায় সোনা বাংলায়
জানি তুই রাখিস খবর।
মিশে যাবো আলাদিনে
পাহাড়ের
গায় ঝর্ণায়,
আমি দলছুট আমি বিদ্যুৎ
আমি ক্লান্তি মোহনায়।
আমি টুপটাপ ঝরি চুপচাপ
মুড়ে শীতঘুম পাহারায়,
আকাশের
গায়ে খোলা জানলায়
মাখি রোদ্দুর অবেলায়।
কিছু ভুলচুক আঙুলের বুক
নেশা বইছে বাতাসে,
কিছু মিথ্যে তবু জিততে
শুধু তুই নেই আপোষে।
ক্লাসকেটে
কেটেছি ছক
হয়ে ঘূর্ণি বারোমাস,
নখে চাঁদ তার চোখে
রোশনাই
তবু বৃষ্টি ছুঁতে চাই।
যদি নাও চাস ফিরে
অসবোই
চেনা ধানসিঁড়িটি তে,
পকেটের
ফাঁক শূন্য থাক
মুঠো ভরে থাক প্রেমে।
Labels: bangla, Subhamita Banerjee
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home