ঘুম Ghum Lyrics Tahsan | Minar Rahman
Ghum Lyrics by Tahsan And Minar Rahman :
Ghum Song Is Sung by Thasan Khan And Minar Rahman
from Ari Bengali Album. Starring: Tanvir Rhythm And Susmita Sinha. MUsic
Composed by Tahsan And Song Lyrics In Bengali Written by Minar Rahman.
Song : Ghum
Album : Ari
Singer : Thasan Khan & Minar Rahman
Lyrics & Tune : Minar Rahman
Music : Tahsan Khan
Director : Shihab Sikder
Cinematographer : Sharafat Ali Shawkat
Edit & Colour : Ashikul Islam Sabbir
Golpo Production
Label : G Series
Ghum Song Lyrics
Ghum jorano raat ta ghire
Ekla jege roi
Aar roj sokale haste thaka
Fagun tumi koi
KObe abar asbo bolo dariye eka
Seo ki tumi janona
Kobe abar porbe mone naam na jana
Sei se pother thikana
Ghum jorano poth ta dhore hatchi bohudur
Aar klanto chokher bhrantigulor
Obujh kono sur
Besto shohor bodle geche thomke ache sob
Aar bodle jaowa vabna gulor nirob kolorob
ঘুম লিরিক্স
ঘুম জড়ানো রাতটা ঘিরে
একলা জেগে রই,
আর রোজ সকালে হাসতে থাকা
ফাগুন তুমি কই ?
কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।
ঘুম জড়ানো পথটা ধরে
হাঁটছি বহুদূর,
আর ক্লান্ত চোখে ভ্রান্তিগুলোর
অবুঝ কোন সুর।
ব্যস্ত শহর বদলে গেছে
থমকে আছে সব,
আর বদলে যাওয়া ভাবনাগুলোর
নিরব কলরব।
কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।
চার দেয়ালের হাতছানিতে
মোহের ভাঙ্গাগড়া,
আর রোজ বিকেলের সবটা জুড়ে
স্মৃতির পিছুতাড়া।
আনমনেতে প্রশ্নগুলোর
অলস অভিমান,
আর মরচে পড়া হারমনিকায়
ভুলের জয়গান।
কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।
Labels: bangla, Minar Rahman
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home