Saturday, May 29, 2021

আহত স্বভূমি Ahoto Swabhumi Lyrics Rishi Panda Song

 


 

Ahoto Swabhumi Lyrics by Rishi Panda :

Ahoto Swabhumi Song Is Sung by Rishi Panda. Song Lyrics In Bengali Written by Shreyam Acharya.

 

Song : Ahoto Swabhumi

Vocal, Music, Mix, Master : Rishi Panda

Lyrics : Shreyam Acharya

Illustration & Animation : Rishi Panda


Ahoto Swabhumi Song Lyrics

Aagune fagune jwole purche din

Chithite futeche koto ongikar

Ogochalo nibhu aalo chondoheen

Kobita firiyeche se protibar

Hote paro jodi borof gola nodi

Pathorei sukh lokay

Achomka jehade bristite se kande

Nirober gaan shonay

 

আহত স্বভূমি লিরিক্স

আগুনে ফাগুনে জ্বলে পুড়ছে দিন

চিঠিতে ফুটেছে কত অঙ্গীকার,

অগোছালো নিভু আলো ছন্দহীন

কবিতা ফিরিয়েছে সে প্রতিবার

 

জ্বলে বাঁচে মাঝি, নিপাত যেতে রাজি

বৃথা জীবন বিনা কলকল্লোলে,

তবু ভাবি মনে লেনিন- বা লালনে

শান্তি কোথায় মেলে কোন সে আঁচলে

 

হতে পারো যদি, বরফ গলা নদী

পাথরেই সুখ লোকায়,

আচমকা জেহাদে, বৃষ্টিতে সে কাঁদে

নীরবের গান শোনায়।।

 

মাটিতে গভীর হলো প্রেম শিকড়

বিপ্লব গুলিতে না চুম্বনে,

সরকার লেখে কত মাথার দর

লড়াই স্বার্থ খোঁজে যৌবনে

 

জেহাদের দাবি, সবই কি মায়াবী

অন্ধ কে শুধু দিয়েছে অন্ধকার,

পিছুটানে তুমি, আহত স্বভূমি

আর্তনাদে কড়া নাড়ে রুদ্ধদ্বার

 

জোনাকি যে মরে, জন্মান্তরে

আলো জ্বেলে প্রেম চেনায়,

স্তব্ধ বাতাসে, নীরব পাতা সে

শ্বাস চলে ধার দেনায়।।

 

ছুটে চলে সময়

দুঃসাহসের ভয়,

থামতে হয়..

 

সবই ছিল তবে ভুল

ট্রিগার ছুঁয়েছে আঙুল,

আর নিলো গিলে

মৃত্যুমিছিল লাল রং ..

 

হতে পারো যদি, বরফ গলা নদী

পাথরেই সুখ লোকায়,

আচমকা জেহাদে, বৃষ্টিতে সে কাঁদে

নীরবের গান শোনায়


Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home