কথাগুলো Kothagulo Lyrics Minar Rahman Song
Kothagulo Lyrics by Minar Rahman :
Kothagulo Song Is Sung by Minar Rahman. Starring: Anonno,
Chamak And Razu. Music Composed by Tasnuv, Shuvo & Bullet. Song Lyrics In
Bengali Written by Isteaque Ahmed.
Song : Kothagulo
Singer : Minar Rahman
Lyrics : Isteaque Ahmed
Tune & Music : Tasnuv, Shuvo & Bullet
Direction : Isteaque Ahmed
DOP : MD Solayman
Assistant Director : Ovi, Noman, M Zaman Shahed
Label : Soundtek
Kothagulo Song Lyrics
Koto din giyiche koto robi koto soni
Koto raat jure chao chuye chuye balcony
Koto tumi koto ami Koto bedonay lekha
Aaj kotodin nei amader dekha
Dekha hobe kotha hobe hobe kichu gaano
Kothagulo pakhi hok dana jhaptano
কথাগুলো লিরিক্স
কত দিন গিয়েছে
কত রবি, কত শনি,
কত রাত জুড়ে চাও
ছুঁয়ে
ছুঁয়ে ব্যালকনি,
কত তুমি, কত আমি
কত বেদনায় লেখা,
আজ কত দিন নেই
আমাদের দেখা।
দেখা হবে কথা হবে,
হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক,
ডানা ঝাপটানো,
দেখা হবে কথা হবে,
হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক,
ডানা ঝাপটানো।।
কত সুর তুলে তুলে,
বাড়িয়েছি
কত কিছু জমা আছে,
জানে বায়োলিন,
কত সুর তুলে তুলে,
বাড়িয়েছি
কত কিছু জমা আছে,
জানে বায়োলিন,
তোমাকেই
সব বলে দেবো, তুমি
জানো
কথা গুলো পাখি হোক,
ডানা ঝাপটানো।
দেখা হবে কথা হবে,
হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক,
ডানা ঝাপটানো।।
ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে
দলে দলে
আছে বসে আমাদের, দেখা
হবে বলে,
ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে
দলে দলে
আছে বসে আমাদের, দেখা
হবে বলে,
জল ছুঁয়ে ভেঙে যাবে,
জমা অভিমানও
কথা গুলো পাখি হোক
ডানা ঝাপটানো।
দেখা হবে কথা হবে,
হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক
ডানা ঝাপটানো।
কত দিন গিয়েছে
কত রবি, কত শনি,
কত রাত জুড়ে চাও
ছুঁয়ে
ছুঁয়ে ব্যালকনি,
কত তুমি, কত আমি
কত বেদনায় লেখা,
আজ কত দিন নেই
আমাদের দেখা।
দেখা হবে কথা হবে,
হবে কিছু গানও,
কথা গুলো পাখি হোক,
ডানা ঝাপটানো।।
Labels: bangla, Minar Rahman
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home