Sunday, May 30, 2021

কাশফুলের শহর দেখা Kashfuler Shohor Dekha Lyrics Shironamhin

 


Kashfuler Shohor Dekha Lyrics by Shironamhin :

Kashfuler Shohor Dekha Song Performed by Shironamhin Band. Music Composed by kazy Ahmad Shafin And Song Lyrics In Bengali Written by Ziaur Rahman. Starring: Shironamhin, MD Habibul Haque Rosham, Kazi Delowar Hemonto, Bappa Mazumder, Q Nawshaba Ahmed, Sarika Resh Rahman And Yeasin Ahmed Nahian.

 

Song : Kashfuler Shohor Dekha

Band : Shironamhin

Lyric : Ziaur Rahman

Compose : kazy Ahmad Shafin

voice : Sheikh Ishtiaque

Bass, Cello : Ziaur Rahman

Drums, Sarod : Kazy Ahmad Shafin

Guitar : Diat khan

Keyboard : Symon Chowdhury

Director : Naimul Banin

Editing & Producer : Ismail Hossain

DOP : Zhoaib Hassan

Cinematographer : Asif Uddin

Video Story : Ziaur Rahman

Script : Naimul Banin

Kashfuler Shohor Dekha Song Lyrics

Vishon ovimane shuktara

Eka dicche pahara

Ei dhulor thikana

Brithai kashful urche hariye

Okaronei shohore

Sobkichui ochena

Tobuo badha pariye duhaat bariye

Ei jhoro haway dulche mon hariye

Ekbar uthe daralei simana periye

Abar jai vese megher deshe brishti sheshe

কাশফুলের শহর দেখা লিরিক্স

ভীষন অভিমানে শুকতারা

একা দিচ্ছে পাহারা,

এই ধূলোর ঠিকানা ..

বৃথাই কাশফুল উড়ছে হারিয়ে

অকারনেই শহরে,

সবকিছুই অচেনা ..

 

যখন শহরে, ক্লান্তির চাদরে

অবিরত চলছে বেয়াড়া বোঝাপড়া,

এই অবসরে, খুব চুপিসারে

স্বপ্নেরা, দিশেহারা, ছুটে যায় অকারণে হারিয়ে

 

তবুও বাধা পেরিয়ে, দু'হাত বাড়িয়ে

এই ঝোড়ো হাওয়ায় দুলছে মন হারিয়ে,

একবার উঠে দাড়ালেই, সীমানা পেরিয়ে

আবার যাই ভেসে, মেঘের দেশে বৃষ্টি শেষে

 

শূন্য দিগন্ত ছাড়িয়ে ভেসে যায় আনমনে

ধূসর শহুরে জীবন রূপকথা,

তবে কি চার দেয়ালে, শহুরে স্বপ্ন খেলে?

ভেবে তাই দিশেহারা হয়ে যাই

শহরের কোথায় ঠিকানা?

 

কোথায় গল্প সত্যি হয়?

স্বপ্ন রঙিন হয়ে রয়?

শত কাশফুল উড়িয়ে

সব স্বপ্ন শুভ্র হোক সময়,

তবু বাধা পেরিয়ে, দু'হাত বাড়িয়ে

এই ঝোড়ো হাওয়ায় দুলছে মন হারিয়ে,

একবার উঠে দাড়ালেই, সীমানা পেরিয়ে

আবার যাই ভেসে, মেঘের দেশে বৃষ্টি শেষে


Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home