Monday, May 31, 2021

বন্ধু আমার হারিয়ে গেছে Bondhu Amar Hariye Geche Lyrics Sadman Pappu

 

 

Bondhu Amar Hariye Geche Lyrics by Sadman Pappu :

Bondhu Amar Hariye Geche Song Is Sung by Sadman Pappu Bengali Song. Starring: Prvez And Soniya. Music Composed by Z H Babu And Song Lyrics In Bengali Written by Masum Taslim.

 

Song : Bondhu Amar Hariye Geche

Singer : Sadman Pappu

Lyrics & Tune : Masum Taslim

Music : Z.H Babu

Flute : Sabbir

Edit, Colour & Director : Antor Hasan

D.O.P : Yasin Bin Arian

Label : Agniveena

 

Bondhu Amar Hariye Geche Song Lyrics

Ondhokare bose thaki akash meghe dhaka

Chander aalo hariye geche ami ekhon eka

Oi chander majhe khuje firi

monmanusher mukh

Bondhu amar hariye geche niye sokol sukh re

Niye sakal sukh

Bandhu amar hariye geche niye sokol such

 

বন্ধু আমার হারিয়ে গেছে লিরিক্স

অন্ধকারে বসে থাকি আকাশ মেঘে ঢাকা

চাঁদের আলো হারিয়ে গেছে আমি এখন একা

 

অন্ধকারে বসে থাকি আকাশ মেঘে ঢাকা

চাঁদের আলো হারিয়ে গেছে আমি এখন একা,

ওই চাঁদের মাঝে খুঁজে ফিরি

ওই চাঁদের মাঝে খুঁজে ফিরি মনমানুষের মুখ

বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে

নিয়ে সকল সুখ,

বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে

নিয়ে সকল সুখ।।

 

আমি যখন একা থাকি নিঃঝুম অন্ধকারে

হাতবাড়িয়ে ডাকে বন্ধু কাছে আসে না রে,

আমি যখন একা থাকি নিঃঝুম অন্ধকারে

হাতবাড়িয়ে ডাকে বন্ধু কাছে আসে না রে,

সে আলো ছায়ায় খেলা করে

সে আলো ছায়ায় খেলা করে

ব্যথায় ভরায় বুক,

বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে

নিয়ে সকল সুখ,

বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে

নিয়ে সকল সুখ।।

 

এখন সন্ধ্যা নামে আমার ঘরে

আলোর প্রদীপ নেই,

হারিয়ে খুঁজি অজানা সুখ অন্ধকার ঘরে,

এখন সন্ধ্যা নামে আমার ঘরে

আলোর প্রদীপ নেই,

হারিয়ে খুঁজি অজানা সুখ অন্ধকার ঘরে,

তাকে পাবোনা আর এই জীবনে

তাকে পাবোনা আর এই জীবনে

ভাবলে ভাঙ্গে বুক,

বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে

নিয়ে সকল সুখ,

বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে

নিয়ে সকল সুখ।।

 

অন্ধকারে বসে থাকি আকাশ মেঘে ঢাকা

চাঁদের আলো হারিয়ে গেছে আমি এখন একা,

ওই চাঁদের মাঝে খুঁজে ফিরি

ওই চাঁদের মাঝে খুঁজে ফিরি মনমানুষের মুখ

বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে

নিয়ে সকল সুখ,

বন্ধু আমার হারিয়ে গেছে নিয়ে সকল সুখ রে

নিয়ে সকল সুখ,

নিয়ে সকল সুখ রে নিয়ে সকল সুখ।।


Labels: ,

বন্ধু Bondhu Lyrics Rupak Tiary Bangla Song

 

Bondhu Lyrics by Rupak Tiary :

Bondhu Song Is Sung by Rupak Tiary. Starring: Srimayee Chatterjee And Rupak Tiary. Bondhu Hobe Naki Lyrics In Bengali Written by Jayanta Roy.

 

Song : Bondhu

Vocals & Music : Rupak Tiary

Lyrics : Jayanta Roy

Guest Composer : Jayanta Roy

Music Production & Mix Master : Rupak Tiary

Direction : SD Dey

DOP : Aditya Paul

Edit & Colour : Aditya Paul

 

Bondhu Song Lyrics

Priyo tomake Eto valobashi

Jani tumi ajo norom ovimani

Ami to jol er rong e

Rooj swapno anki khatay

Tomar chokher shrabon dhaki

Kono bristi ronger chatay

Bondhu hobe naki

Jodi boli tomake

Eksathe jabe naki

Bohudur Ei pothe

বন্ধু হবে নাকি লিরিক্স

প্রিয় তোমাকে এতো ভালোবাসি

জানি তুমি আজও নরম অভিমানী

 

আমি তো জলের রঙে

রোজ স্বপ্ন আঁকি খাতায়,

তোমার চোখের শ্রাবন ঢাকি

কোনো বৃষ্টি রঙের ছাতায়

 

বন্ধু হবে নাকি

যদি বলি তোমাকে?

একসাথে যাবে নাকি

বহুদূর এই পথে?

 

মনকেমনের এই জোনাকি

প্রেম বয়ে আনে তুমি শোনো কি?

জলফড়িং এর কথা বোঝ নি

কি বলে তোমায় রাজকন্যা?

চোখজুড়ে আমার দেখছো তা

ভালোবাসা মোড়া এক রাজপ্রাসাদ

আলো দিয়ে মেখে রাখি স্বপ্ন-তাজ

কেন তুমি বোঝোনা?

 

আমি তো জলের রঙে

রোজ স্বপ্ন আঁকি খাতায়,

তোমার চোখের শ্রাবন ঢাকি

কোনো বৃষ্টি রঙের ছাতায়

 

বন্ধু হুঁ...

তোমাকে একসাথে হুঁ...

এই পথে

 

বন্ধু হবে নাকি

যদি বলি তোমাকে?

একসাথে যাবে নাকি

বহুদূর এই পথে?


Labels: ,

আকাশ আমায় ভরলো আলোয় Akash Amay Bhorlo Aloy Lyrics Rabindrasangeet

 

 

Akash Amay Bhorlo Aloy Lyrics Rabindrasangeet :

Akash Amay Bhorlo Aloy Rabindrasangeet Sung by Sahana Bajpaie. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Song Recorded, Mixed And Mastered by Neel Sarkar. Same Song Is Sung by Kabir Suman, Srabani Sen, Lopamudra Mitra, Jayati Chakraborty And Many Various Artists In their Own Way.

 

Song : Akash Amay Bhorlo Aaloy

Written by : Rabindranath Tagore

Vocal : Sahana Bajpaie

Parjaay : Prakriti 205

Upa-parjaay : Basanta 18

Raag : Chhayanat

Taal : Dadra

 

Akash Amay Bhorlo Aloy Song Lyrics

Akash amay vorlo aloy

AKash ami bhorbo gaane

Surer abir hanbo haway

Nacher abir haway haane

Akash amay vorlo aaloy

Ore palash ore palash,

Ranga ranger shikhay shikhay

Dike dike aagun jwalas

Aamar moner raag raagini

Raanga holo rongeen taane

Dokhin haaway kusumboner

Buker kapon thaame na je

Neel akashe sonar aaloy

Kochi patar nupur baaje

Ore shirish ore shirish

Mridu haasir ontorale

Gondhojaale shunno ghirish

Tomar gondho amar konthey

Aamar hriday tene aney

আকাশ আমায় ভরলো আলোয় লিরিক্স

আকাশ আমায় ভরলো আলোয়

আকাশ আমি ভরবো গানে,

সুরের আবীর হানবো হাওয়ায়

নাচের আবীর হাওয়ায় হানে,

আকাশ আমায় ভরল আলোয়

 

ওরে পলাশ, ওরে পলাশ,

রাঙা রঙের শিখায় শিখায়,

দিকে দিকে আগুন জ্বলাস,

ওরে পলাশ, ওরে পলাশ,

রাঙা রঙের শিখায় শিখায়,

দিকে দিকে আগুন জ্বলাস,

আমার মনের রাগ রাগিণী

রাঙা হল রঙিন তানে

 

আকাশ আমায় ভরল আলোয়

আকাশ আমি ভরব গানে,

সুরের আবীর হানবো হাওয়ায়

নাচের আবীর হাওয়ায় হানে,

আকাশ আমায় ভরল আলোয়।।

 

দখিন হাওয়ায় কুসুমবনের

বুকের কাঁপন থামে না যে,

নীল আকাশে সোনার আলোয়

কচি পাতার নূপুর বাজে

 

ওরে শিরীষ, ওরে শিরীষ

মৃদু হাসির অন্তরালে,

গন্ধজালে শূন্য ঘিরিস,

ওরে শিরীষ, ওরে শিরীষ

মৃদু হাসির অন্তরালে,

গন্ধজালে শূন্য ঘিরিস,

তোমার গন্ধ আমার কন্ঠে

আমার হৃদয় টেনে আনে

 

আকাশ আমায় ভরলো আলোয়

আকাশ আমি ভরবো গানে,

সুরের আবীর হানবো হাওয়ায়

নাচের আবীর হাওয়ায় হানে,

আকাশ আমায় ভরল আলোয়।।


Labels: , ,

একদিন Ekdin Lyrics Niharika Nath | Anurag Chatterjee

 

Ekdin Lyrics by Niharika Nath And Anurag :

Ekdin Song Is Sung by Niharika Nath And Anurag Chatterjee. Music Composed by And Ekdin Tor Songge Hete Jabo Lyrics In Bengali Written by Anurag Chatterjee. Song Mix And Master by Arghya Ghosh.

 

Song : Ekdin

Vocal : Niharika Nath & Anurag Chatterjee

Music & Lyrics : Anurag Chatterjee

Music Production : Jakiruddin Khan

Additional arrangement : Arnab Chawdhury

Guitars : Jakiruddin Khan

DOP & Cinematography : Sayan Sarkar

Edit & CC : Sayan Sarkar

Video Production : Sopno Entertainment

 

Ekdin Song Lyrics

Ekdin tor songge hete jabo

onek dure

Ekdin chena potheo poth harabo

Tor haat dhore

Tui aar ami dujone aar keu noy

Hariye jabo emon ek thikanay

Na bola kichu kotha

bolbo je toke isharay

Chole jabo bohudure

Tor sathe ochena thikanay

একদিন লিরিক্স

একদিন তোর সঙ্গে হেঁটে যাবো

অনেক দূরে,

একদিন চেনা পথেও পথ হারাবো

তোর হাত ধরে

 

তুই আর আমি দুজনে আর কেউ নয়

হারিয়ে যাবো এমন এক ঠিকানায়,

একদিন তোর সঙ্গে হেঁটে যাবো

অনেক দূরে ..

 

না বলা কিছু কথা বলবো যে তোকে

ইশারায়,

চলে যাবো বহুদূর

তোর সাথে অচেনা ঠিকানায়

 

থাকবো দুজনে প্রেমের শহরে

একসাথে প্রেমের সাহারায়,

একদিন তোর সঙ্গে হেঁটে যাবো

অনেক দূরে,

একদিন চেনা পথেও পথ হারাবো

তোর হাত ধরে

 

তোর চোখে একদিন

ডুবে যাবো আমি ভালোবাসায়,

তোর হাতে সেইদিন

রাখবো এই হাত ভরসায়

 

ভাসবো সেইদিন স্বপ্নের তরীতে

যাবো পৌঁছে প্রেমের কিনারায়,

একদিন তোর সঙ্গে হেঁটে যাবো

অনেক দূরে,

একদিন চেনা পথেও পথ হারাবো

তোর হাত ধরে

 

তুই আর আমি দুজনে আর কেউ নয়

হারিয়ে যাবো এমন এক ঠিকানায়,

একদিন তোর সঙ্গে হেঁটে যাবো

অনেক দূরে,

একদিন চেনা পথেও পথ হারাবো

তোর হাত ধরে


Labels: , ,

রেণু Renu Title Track Lyrics Kailash Kher

 

Renu Title Track Lyrics by Kailash Kher :

Renu Title Song Is Sung by Kailash Kher Bengali Song from Ei Ami Renu Bengali Movie. Starring: Gaurav Chakrabarty, Sohini Sarkar, Soham Chakraborty, Kaushik Ganguly, Anindya Chatterjee and Alivia Sarkar. Music Composed by And Toke Ajibon Bhalobashbo Renu Lyrics In Bengali Written by Rana Mazumder.

 

Song Name : Renu (Title Track)

Film : Ei Ami Renu

Singer : Kailash Kher

Music & Lyrics : Rana Mazumder

Music programmed & arranged by : Lyton

Directed by : Saumen Sur

Story & Screenplay : Padmanabha Dasgupta

DOP : Gopi Bhagat

Produced by : Aangsh Movies

Presented by : Selim & Swarno

Label : SVF Music

Renu Title Song Lyrics

Eka ekla koto ekla

Aaj ami akasher cheyeo ekla

Eka ekla kije ekla

E shohor bhire aaj ami ekla

Ki kore toke chara banchi

Evabe amay fele jashna renu

Ei biran pothe

Ami hajar alokborsho chutey

Poth haralam na jana bhule sheshmese

Ayurekha dhore hatchi renu

 
রেনু টাইটেল ট্রাক লিরিক্স

একা একলা, কত একলা

আজ আমি আকাশের চেয়েও একলা,

একা একলা, কিজে একলা

শহর ভিড়ে আজ আমি একলা,

কি করে তোকে ছাড়া বাঁচি

এভাবে আমায় ফেলে যাসনা রেনু

 

এই বিরান পথে

আমি হাজার আলোকবর্ষ ছুটে,

পথ হারালাম, না জানা ভুলে শেষমেসে

আয়ূরেখা ধরে হাঁটছি রেনু

 

মহাশূন্যে যাবে হারিয়ে

হাহাকারে মরা আমার স্বপ্ন,

তোর কোলেতে মাথাটুকু ঠাঁই

আমি আজ চিরশান্তিতে ঘুমোবো,

ভালো থাক, সুখে আদরে থাক

তোকে আজীবন ভালোবাসবো রেনু,

তোকে আজীবন ভালোবাসব রেনু


Labels: ,

মুক্তি Mukti Lyrics Dhrubo Bengali Song

 


Mukti Lyrics by Dhrubo :

Mukti Song Is Sung by Dhrubo. Song Mixing and Mastering by Rokon Emon. Eki Gobhir Shopne Tumi Bibhor Lyrics In Bengali Written by Dhrubo.

 

Song : Mukti

Vocal, Lyrics, Tune & Composition : Dhrubo

Arrangement : Rokon Emon, Dhrubo

Mixing and mastering : Rokon Emon

Cello : Joe Zeitlin

 

Mukti Song Lyrics

Eki gobhir swapne tumi bibhor

Bastobota bhule

Honney hoye tomar e hridoy

Jano na ki khoje

Takiye dekho tomar mukti

E khon aar ekhane

Ki bismriti ki bikhipto

Ki bicholito hoye

Gontobbyoheen tomar e mon

Keno beray ghure

Dekho ei muhurte tomar shorire

Ojoshro songbedon obirol

Thik ei muhurte tomar chetonay

Sobi je bikoshito obikol

মুক্তি লিরিক্স

কি গভীর স্বপ্নে তুমি বিভোর

বাস্তবতা ভুলে?

হন্যে হয়ে তোমার হৃদয় 

জানো না কি খোঁজে?

তাকিয়ে দেখো, তোমার মুক্তি

ক্ষণ আর এখানে,

হোহো হো.. তাকিয়ে দেখো

ক্ষণ আর এখানে, হে হে ওহো

 

কি বিস্মৃত, কি বিক্ষিপ্ত 

কি বিচলিত হয়ে,

গন্তব্যহীন তোমার মন

কেন বেড়ায় ঘুরে?

তাকিয়ে দেখো, তোমার মুক্তি

ক্ষণ আর এখানে,

হোহো হো.. তাকিয়ে দেখো

ক্ষণ আর এখানে, হে হে ওহো

 

দেখো এই মুহূর্তে তোমার শরীরের 

অজস্র সংবেদন অবিরল,

ঠিক এই মুহূর্তে তোমার চেতনায়

সবই যে বিকশিত অবিকল

 

এখন হো হো, তাকিয়ে দেখো তোমার মুক্তি

ক্ষণ আর এখানে,

হোহো হো.. তাকিয়ে দেখো

ক্ষণ আর এখানে,

হোহো হো.. তাকিয়ে দেখো

ক্ষণ আর এখানে, হে হে ওহো


Labels: ,